JGMCH Bomb Threat: স্বাস্থ্য দপ্তরে বোমাতঙ্ক! মুখে মাস্ক পড়ে কে রেখে গেলো পার্সেল? দেখে নিন সিসিটিভি ফুটেজ
মেডিকেল কলেজে বোমাতঙ্ক। দিনভর পুলিশ ও বোম স্কোয়াডের দৌড়াদৌড়িই হলো সার। সন্ধ্যায় বাক্স থেকে বের হলো কাঁচকলা খাও লেখা চিরকুট। ঘটনায় বেবাক পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু।
1/21/20251 min read


নিজস্ব সঙ্গবাদদাতা, জলপাইগুড়িঃ উত্তরবঙ্গ সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী। আর এর মধ্যেই মঙ্গলবার বিকেলে একটি পরিত্যক্ত পার্সেল কে ঘিরে বোমাতঙ্ক ছড়ালো জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দপ্তরে। জানা গেছে ওই সময় স্বাস্থ্য দপ্তরে একটি জরুরি বৈঠক চলছিলো। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ ও বোম স্কোয়াড। অফিস খালি করে দেওয়া হয়। শুরু হয় মেটাল ডিটেক্টর সহ অন্যান্য যন্ত্র দিয়ে পার্সেলটিকে পরীক্ষা করা। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন অফিস কর্মী ও চিকিৎসকেরা। খবর পেয়ে বোম স্কোয়াড এসে পার্সেল টি উদ্ধার করে। জলে ভিজিয়ে নিষ্ক্রিয় করতে নিয়ে যায়।
আরও পড়ুন
মেডিক্যাল কলেজের এসিস্ট্যান্ট সুপার ডাক্তার সুরজিত সেন বলেন, "মিটিং চলছিল। তার মাঝে খবর আসে একটি দাবীদার হীন পার্সেল আউট ডোরের কাছে পড়ে আছে। খবর শুনে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। পুলিশকে খবর দেওয়া হয়।"
ডি এস পি নরেন্দ্র কালিকোটে বলেন, "আমরা পরীক্ষা নিরিক্ষার মাধ্যমে জানতে পারি বিস্ফোরক নেই। এরপর পার্সেল টি উদ্ধার করি। এখন নিষ্ক্রিয় করার জন্য নিয়ে যাচ্ছি।"
কোতোয়ালি থানার আই সি সঞ্জয় দত্ত বলেন, "পার্সেল থেকে ডেন্টাল ডিপার্টমেন্ট এর কিছু ইঞ্জেকশন পাওয়া গেছে। কে এবং কেনো এইজাতীয় কাজ করলো তা জানতে আমরা সিসিটিভি ফুটেজ দেখে তদন্ত শুরু করেছি।"
তাহলে প্রশ্ন উঠছে আতঙ্ক তৈরী করতেই কি পরিকল্পনা করে এই কাজ করা হয়েছে?


আপডেট
stay informed with the latest news stories.
© 2024 Uttooara News. All rights reserved.
আমাদের ই-মেইল