Medinipur Saline Incident: মেদিনীপুরের বিষাক্ত স্যালাইন কান্ডের ছায়া এবার জলপাইগুড়িতে?
সুস্থ প্রসুতি সন্তান প্রসবের পর কিডনি বিকল হয়ে কোমায়। বিষাক্ত স্যালাইন কান্ডের জের নাকি চিকিৎসার গাফিলতি? তদন্তের দাবী জানিয়ে কোতোয়ালি থানার দারস্থ পরিবার।
1/20/20251 min read


নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়িঃ জলপাইগুড়ি বোয়ালমারি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের এলাকার বাসিন্দা বছর ২৩ এর শান্তনা রায়। তিনি সন্তান সম্বভা ছিলেন। প্রসব বেদনা উঠলে গত ২৯ ডিসেম্বর তাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের অধীনে থাকা মাদার চাইল্ড হাবে ভর্তী করে পরিবার। ওইদিন রাতেই তার সিজার হয়। পুত্র সন্তান প্রসব করেন। পরদিন থেকে রোগীর অসুস্থতা শুরু হয়। কিডনি বিকল হয়ে ধীরে ধীরে শারিরীক অবস্থার অবনতি হয়। এরপর ২ রা জানুয়ারি গভীর রাতে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়। এখনও রোগী সেখানে চিকিৎসাধীন।বর্তমানে ভেন্টিলেশনে রয়েছে। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এই ঘটনার জেরে সোমবার রাতে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার।কেনো সুস্থ প্রসুতি সিজার হওয়ার পর অসুস্থ হয়ে কোমায় চলে গেলো তা নিয়ে উপযুক্ত তদন্ত করে ব্যাবস্থা গ্রহণের দাবী জানিয়েছে পরিবার। স্বামি উত্তম মাতব্বর অভিযোগ করে বলেন, "আমার রোগীকে স্যালাইন দেওয়া হয়েছে। আমার সন্দেহ মেদিনীপুর মেডিক্যাল কলেজে বিষাক্ত স্যালাইন নিয়ে যেই ঘটনা হয়েছে এখানেও হয়তো তাই হয়েছে।"


নাগরিক চেতনা মঞ্চের সদস্য গোপাল দে সরকার বলেন, "মেদিনীপুরের ঘটনা সামনে আসার পর আমরা আতঙ্কিত। তাই আমরা চাই রোগী যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য উপযুক্ত চিকিৎসা হোক। একইসাথে ঘটনার উপযুক্ত তদন্ত হোক।"
জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের উপ-অধক্ষ্য (MSVP) ডাক্তার কল্যান খাঁ জানিয়েছেন, "আজ রাতে অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ পাওয়ার সাথে সাথে আমরা স্ত্রী রোগ বিভাগের বিভাগীয় প্রধান সহ মোট ৫ বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে একটি তদন্ত কমিটি গড়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।"


আরও পড়ুন
আপডেট
stay informed with the latest news stories.
© 2024 Uttooara News. All rights reserved.
আমাদের ই-মেইল